Fri. Sep 19th, 2025
Advertisements

22309066_291369714678680_7429392585534327666_nখােলা বাজার২৪।। বুধবার, ১১ অক্টোবর, ২০১৭:  ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন অাখানগর কেরানিপাড়া এলাকায় পূজামণ্ডপ থেকে বাড়ী ফেরার পথে ৫ জন যুবকের হাতে গণধর্ষণের শিকার হওয়া কিশোরীর পিতার দায়ের করা মামলার মানিক নামে আরও এক আসামী গ্রেফতার করেছে পুলিশ।

এ নিয়ে মামলার ৫ আসামীর মধ্যে আটক হল দুজন।এর আগে মামলার মুল আসামী মনজুরুলকে গ্রেফতার করা হয়েছিল। মামলার পলাতক আসামিরা হল: হোসেন আলী (৩২), মামুন রহমান (২৫) ও আশরাফুল ইসলাম (২৬)। উল্লেখ্য,গত ২৯ সেপ্টেম্বর রাতে ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া অাখানগর কেরানিপাড়া এলাকার ১৪ বছর বয়সী মেয়েটি তার খালাতো ভাইয়ের সাথে পূজামণ্ডপ থেকে ফেরার পথে ৫ জন যুবক তাদের পথরোধ করে। পরে পাঁচজন যুবক কিশোরী মেয়েকে তুলে নিয়ে গিয়ে ঢোলাহাট চোপড়াপাড়া মিশনের পাশে গণধর্ষণে লিপ্ত হয়।এ সময় কিশোরী অজ্ঞান হয়ে গেলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ওই কিশোরীকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেয়। কিশোরীর জ্ঞান ফিরলে ঘটনাটি তার পরিবারকে জানায়।পরে তার বাবা বাদী হয়ে রুহিয়া তানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।