Tue. Oct 14th, 2025
Advertisements

Lakshmipur_atok_pic_11.10_.2017_খােলা বাজার২৪।। বুধবার, ১১ অক্টোবর, ২০১৭: লক্ষ্মীপুরে আটককৃত যুবদল ও ছাত্রদলের ১৫ নেতা-কর্মীকে আদালতে পাঠিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার রাতে পৌর শহরের পুরাতন পৌরসভার সামনে থেকে গোপন বৈঠক থেকে পুলিশ তাদের আটক করে বলে জানানো হয়।

আটককৃতরা হলেন সদর থানা যুবদলের সভাপতি কিরণ পাটোয়ারী, পৌর যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভুলু, জেলা ছাত্রদলের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাদিম মাহমুদ জুয়েল, লক্ষ্মীপুর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সামসুর রহমান সবুজসহ ১৫ জন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, শহরে বেআইনিভাবে দলবদ্ধ হয়ে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়।