Mon. Oct 13th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার, ১৩ই অক্টোবর, ২০১৭: রাশিয়ার সামরিক বাহিনী মাত্র ৬০ ঘণ্টার মধ্যেই মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনাদের হারিয়ে দিতে পারবে।

সম্প্রতি এমন চাঞ্চল্যকর মন্তব্য করলেন আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী দফতরের কর্মকর্তা মাইকেল কারপেন্টার। রাশিয়া, ইউক্রেন এবং ইউরেশিয়া সংক্রান্ত বিষয়ের দায়িত্বে রয়েছেন তিনি।

চলতি সপ্তাহে মার্কিন সিনেটের ফরেইন রিলেশন্স কমিটির সামনে বক্তব্য দেওয়ার সময়ে এমন মন্তব্য করেন মাইকেল কারপেন্টার। রুশ সীমান্তের কাছে সামরিক বাহিনী মোতায়েনকে কেন্দ্র করে মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রসঙ্গে আলোচনার করেন তিনি। ন্যাটো বাহিনীর প্রস্তুতি যথাযথ নয় বলেও এই সময়ে স্বীকার করে নেন তিনি।

মার্কিন সিনেট কমিটিকে তিনি বলেন, সামরিক সংঘর্ষ দেখা দিলে মাত্র ৬০ ঘণ্টার মধ্যেই রুশ সশস্ত্র বাহিনীর কাছে পরাজিত হবে ন্যাটো সেনারা।

মার্কিন থিংট্যাংক র‍্যান্ড চার মাস আগে বলেছিলে, বাল্টিক অঞ্চলে কোনও যুদ্ধ বাঁধলে তিন দিনের কম সময়ের মধ্যেই ন্যাটো এবং মার্কিন বাহিনীকে পরাজিত করবে রাশিয়া। কার্যত তার এই বক্তব্যেই সমর্থন করলেন মার্কিন প্রতিরক্ষা দফতরের এই কর্তা।