Sat. Sep 13th, 2025
Advertisements

সম্প্রতি ভারতীয় সংবাদপত্র হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের নতুন সিদ্ধান্তের কথা জানান ডেইজি শাহ। বলিউডে ডেইজি শাহের অভিষেক হয় সালমান খানের বিপরীতে ‘জয় হো’  ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর এই অভিনেত্রী ‘হেট স্টোরি থ্রি’ ছবিতে অভিনয় করেছিলেন। কিন্তু এরপর থেকে তাঁর অভিনয়জীবনে কোনো আলোড়ন তোলার মতো বাঁক আসেনি। এখন ডেইজি কাজ করছেন সালমান খানের ‘দা-ব্যাং ট্যুর’-এ। কিন্তু সেখানেও ডেইজি অভিনেত্রীর পরিচয়ে নন, নৃত্যশিল্পীর পরিচয়ে পরিচিত হচ্ছেন। ডেইজি চান, তাঁকে সবাই ‘অভিনেত্রী’ হিসেবে সম্বোধন করুক। তিনি বলেন, ‘আমি আইটেম গানে নাচব না বলে ঠিক করেছি। তা না হলে সঞ্জয় দত্তের ছবি ‘ভূমি’তেই নাচ করতাম আমি। কিন্তু আমি আগে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। যেন আমাকেও মানুষ ক্যাটরিনা-কারিনাদের মতো আইটেম গানে নাচলে ‘অতিথি শিল্পী’ হিসেবে বিবেচনা করে, আইটেম-কন্যা নয়। আমি আইটেম-কন্যা হতে চাই না।’