Sun. Sep 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭: টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। হার মেনেছে ১০ উইকেটে।

বাংলাদেশের বোলারদের তুলোধুনো করে রেকর্ড গড়ে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বুধবার দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ।

বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টিভি।

ইতিমধ্যে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশ একাদশ: লিটন দাশ, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।