Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪। বৃহসপতিবার, ১৯অক্টোবর, ২০১৭: নেতাকর্মীদের বিপুল সংবর্ধনায় সিক্ত হয়ে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সন্ধ্যা সাতটা ৫৫ মিনিটে তিনি গুলশানের বাসায় পৌঁছান। বাসায় নেমে তিনি হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন। তাদের উদ্দেশ্যে বলেন, আমি ভালো আছি, সুস্থ আছি। এর আগে বিকাল ৫ টা পাঁচ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় ছয়টার দিকে তার গাড়িবহর বিমানবন্দর থেকে বের হলে উপস্থিত নেতাকর্মীরা তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত সড়কের দুই পাশে হাজার হাজার নেতাকর্মী দুপুরের পর থেকেই অবস্থান করছিলেন। এদিকে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির কারণে ওই সড়কে তীব্র যানজট দেখা দেয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।