Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭: ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটের বাংলাদেশ কমপ্লেক্স মিলনায়তনে বুধবার সন্ধ্যায় মঞ্চস্থ হয় বিশেষ নাটক ‘কাইফি অউর ম্যায়’। এতে অসাধারণ অভিনয় করে ঢাকার দর্শক মাতিয়েছেন ভারতীয় অভিনেত্রী শাবানা আজমী ও তার স্বামী গীতিকবি জাভেদ আখতার।

শাবানার বাবা কবি কাইফি আজমির জীবনীনির্ভর মঞ্চনাটক ‘কাইফি অউর ম্যায়’। নাটকটি রচনা করেছেন জাভেদ আখতার। উর্দু ভাষার কবি কাইফি আজমীর জীবনের নানা দিকের কথা তুলে আনেন মেয়ে শাবানা আজমি ও জামাতা জাভেদ আখতার।

নাটকটি কাইফি আজমী ও তার স্ত্রী শওকত কাইফির ৫৫ বছরের প্রেমের কাহিনী। এতে কাইফি আজমীর স্মৃতিময় কিছু চিঠি ও লেখা পড়ে শোনান শাবানা ও জাভেদ।

নাটকে কাইফির ভূমিকায় অভিনয় করেন জাভেদ আখতার ও শওকতের ভূমিকায় শাবানা আজমী। এই দম্পতির অভিনয়ের রসায়নে মুগ্ধ হন আগত দর্শক।

দুই ঘণ্টার পরিবেশনায় কাইফি ও শওকতের শুধু ভালোবাসা গল্প নয়, জীবনের নানা অলিগলির বহু মাত্রিক চিত্র উঠে আসে। নাটকের পাশাপাশি মঞ্চে গজলও পরিবেশিত হয়।