খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭: দ্বিতীয় প্রধান কার্যালয় বানাতে উত্তর আমেরিকার বিভিন্ন শহর ও অঞ্চল থেকে ২৩৮টি প্রস্তাব পেয়েছে অ্যামাজন।
সোমবার প্রস্তাবনার সংখ্যা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। নিজের শহরে অ্যামাজনের দ্বিতীয় প্রধান কার্যালয় খোলার প্রস্তাবনা জমা দেওয়ার শেষ দিন ছিল ১৯ অক্টোবর, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।
আগের মাসেই উত্তর আমেরিকা অঞ্চলে দ্বিতীয় প্রধান কার্যালয় বানানোর ঘোষণা দেয় অ্যামাজন। নতুন কার্যালয়টির নির্মাণ ব্যয় বলা হয়েছে ৫০০ কোটি মার্কিন ডলার।
শহর থেকে শহরে এবং অঙ্গরাজ্যগুলোতে কর কমাতে এমন উদ্যোগ নিয়েছে অ্যামাজন। এর মাধ্যমে নতুন ৫০ হাজার চাকুরি তৈরি হবে বলেও জানানো হয়।
প্রতিষ্ঠান প্রধান জেফ বেজোস এক বিবৃতিতে বলেন, তারা ‘এইচকিউ২’ তৈরির উদ্যোগ নিয়েছে, যেটি হবে সিয়াটল অফিসের “সম্পূর্ণভাবে সমকক্ষ।” তারা এমন একটি মেট্রোপলিটন অঞ্চল চায় যেখানে ১০ লাখের বেশি মানব বসতির পাশাপাশি একটি আন্তর্জাতিক এয়ারপোর্ট, ভালো শিক্ষাব্যবস্থা এবং বিস্তৃত পরিবহনব্যবস্থা রয়েছে।
অ্যামাজনের ঘোষণার পর থেকেই প্রস্তাবনা জমা দিতে থাকে বিভিন্ন শহর ও অঙ্গরাজ্যগুলো। প্রতিষ্ঠানটি জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো’র ৫৪টি অঙ্গরাজ্য, জেলা ও অঞ্চল এতে প্রস্তাবনা দিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি মাসে অ্যামাজনকে কর প্রদানেও ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হবে। নিউআর্ক-এ দ্বিতীয় কার্যালয় স্থাপন করলে প্রদেশ ও করের ক্ষেত্রে ৭০০ কোটি মার্কিন ডলারের ক্রেডিট দেওয়ার প্রস্তাব দিয়েছে নিউ জার্সি।
প্রস্তাবনায় কী ধরনের সুবিধার কথা বলা হয়েছে তা প্রকাশ করেনি অ্যামাজন। সামনের বছর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
image-id-664863
বাসের রাস্তাতেই চলবে চীনের বানানো ট্র্যাকহীন ‘স্মার্ট ট্রেন’!
image-id-664839
ভারতে ১৫ কোটি বছরের পুরনো ইকথিয়োসর জীবাশ্ম আবিষ্কার
image-id-664619
পুরনো মোবাইলও দ্রুত চার্জ হবে
image-id-664170
অ্যামাজনের কাছে প্রস্তাব ২৩৮টি