Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার,৩১ অক্টোবর ২০১৭: শোনা গিয়েছে, পৃথিবী থেকে ১৫লক্ষ মাইল দূরে নাকি রয়েছে এটি৷ CNEOS-এর গবেষকেরা এই বিষয় থেকেই জানিয়েছে সৌরমন্ডলে কিছু একটা রয়েছে, কিন্তু তার পরিচয় সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি৷ তবে একথা জানানো হয়েছে, এই বস্তুটি থেকে পৃথিবীর কোনওরকম ক্ষতি হবে না৷

নাসার পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বস্তুটি খুবই দ্রুতগতিতে ঘুরছে৷ তবে এটি ফিরে আসবে না৷ তবে, ১৭ অক্টোবর ইউনিভার্সিটি অব হাওয়াই একটি বস্তুর বিষয়ে জানায়, যার নাম এ/2017/U1৷ সাম্প্রতিককালে দেখতে পাওয়া এই বস্তু অন্য মন্ডল থেকে এসেছে বলে মনে করা হচ্ছে৷