Tue. Sep 16th, 2025
Advertisements

সৌদি আরবে আরো এক সৌদি প্রিন্সের মৃত্যুখােলা বাজার২৪। মঙ্গলবার ,৭ নভেম্বর, ২০১৭: কয়েক ঘণ্টার ব্যবধানে সৌদি আরবের আরো এক যুবরাজের মৃত্যু হয়েছে।মৃত সেই যুবরাজ হলেন আব্দুল আজিজ বিন ফাহাদ (৪৪)। প্রিন্স আব্দুল আজিজ বিন ফাহাদ পবিত্র আল আকসা মসজিদ ও ফিলিস্তিনিদের স্বাধিকারের পক্ষে সোচ্চার ছিলেন।খবর সিয়াসাত ডেইলি, ইন্ডিয়া টুডে।

ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)-এর সাবেক স্পেশাল এজেন্ট আলী এইচ. সৌফান টুইটের মাধ্যমে আজিজের মৃত্যুর বিষয়টি জানান।তবে সৌফান তার সেই টুইটে কিভাবে আজিজের মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছুই লেখেননি।

এর আগে, সৌদি যুবরাজ মানসুর বিন মুকরিন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। রোববার দেশটির আসির প্রদেশের দক্ষিণে ইয়েমেনের সীমান্ত সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে।সৌদির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি সৌদি যুবরাজ সালমান বিন আব্দুল্লাহর নেতৃত্বে গঠিত দুর্নীতি দমন কমিশনের অভিযানে দেশটির ১১জন রাজপুত্র প্রিন্স, চারজন বর্তমান মন্ত্রী এবং প্রায় ডজন খানেক সাবেক মন্ত্রী গ্রেপ্তার হওয়ার ঘটনায় দেশটিতে আলোড়ন তৈরি হয়েছে। এর মধ্যেই দুই প্রিন্স নিহত হলেন।