Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার ,৭ নভেম্বর, ২০১৭: এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের ফরম পূরণ আজ মঙ্গলবার (৭ নভেম্বর) থেকে শুরু হয়েছে।

নিয়মিত শিক্ষার্থীরা ৭ থেকে ১২ নভেম্বরের মধ্যে নির্ধারিত ফি দিয়ে অনলাইনে আবেদন করতে পারবে।তবে বিলম্ব ফি দিয়ে ১৪ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত তা পূরণ করা যাবে।আগেরবার অকৃতকার্য শিক্ষার্থীদের ১০ অক্টোবর সাদা কাগজে প্রতিষ্ঠান প্রধান বরাবর আবেদন করতে হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি ২০১৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য ফি নির্ধারণ করে দিয়েছে।এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫৫০ টাকা। আর মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ফি বাবদ দিতে হবে এক হাজার ৩৭০ টাকা।আর সব বিভাগের জন্য বিলম্ব ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

এ বিষয়ে ঢাকা, চট্টগ্রাম ও মাদরাসা শিক্ষা বোর্ডসহ সব বোর্ড আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আগেই বিজ্ঞপ্তিতে বলা হয়, সব প্রতিষ্ঠানকে ৫ নভেম্বরের মধ্যে এসএসসি ও সমমানের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব প্রস্তুতি আগেই নিয়ে রাখে, যেন ফরম পূরণে কোন সমস্যা না হয়।