খােলা বাজার২৪। বুধবার, ৮ নভেম্বর, ২০১৭: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ২৯ ডিসেম্বর ঘোষণা করেছে । তাছাড়া ৩৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা ২৯ নভেম্বর শুরু হতে পারে।
মঙ্গলবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে এক সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, ৩৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা নভেম্বরের শেষে এবং ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ডিসেম্বরের শেষে অনুষ্ঠিত হবে।
সাধারণত শুক্রবার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়, সে হিসাবে ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখনও রুটিন চূড়ান্ত করা হয়নি। শিগগিরই রুটিন জানানো হবে।