Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ‘গ্র্যাজুয়েশন উৎসব-২০১৭’ আজ। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

শুক্রবার ১০ নভেম্বর সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে (বিআইসিসি) বিবিএ ২১তম, এমবিএ ৫২তম ও ৫৩তম এবং ইএমবিএ ২১তম, ২২তম ও ২৩তম ব্যাচের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে।

ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদের সভাপতিত্বে এতে গ্র্যাজুয়েশন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা ব্যাংক লিমিটেডের ইনডিপেন্ডেন্ট পরিচালক এবং অগ্রণী ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ।