Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭: আবারও হুঁশিয়ারি দিয়েছেন বিগ ব্যাং তত্ত্বের বিজ্ঞানী স্টিফেন হকিং। হুঁশিয়ারিতে তিনি আবারও একই কথা বলেছেন, দ্রুত এই পৃথিবীর বাইরে বিকল্প উপনিবেশ গড়তে না পারলে মানব প্রজাতি ধ্বংস হয়ে যাবে।

এবার যন্ত্রের কৃত্রিম বুদ্ধি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে (এআই) ধ্বংসের দূত বলে আখ্যায়িত করেছেন এই ব্রিটিশ পদার্থ বিজ্ঞানী।

পরিবেশ-পরিস্থিতি বিশ্লেষণ করে কম্পিউটারই সিদ্ধান্ত নিতে ও কাজ করতে শিখছে। এই উন্নতির বিরোধী নন হকিং। গত বছরও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এআই বিভাগে গিয়ে তিনি বলেছিলেন, কৃত্রিম বুদ্ধি সৃষ্টির লাভ বিপুল। আমাদের ভাবনা-চিন্তাকে এআই দিয়ে যখন বহুগুণ বাড়িয়ে তোলা যাবে, কল্পনাও করতে পারি না, কোথায় গিয়ে পৌঁছাবো আমরা। হয় এটা মানুষের সেরা উদ্ভাবন, নয় তো সব চেয়ে খারাপ।

এখন খারাপ দিকটি নিয়েই বেশি চিন্তিত স্টিফেন হকিং। তিনি মনে করিয়ে দিয়েছেন, মানুষই তৈরি করেছে, কম্পিউটার ভাইরাস, যা ছড়িয়ে পড়েছে। কব্জা করছে অন্যের কম্পিউটার বা নেটওয়ার্ক।

হকিংয়ের সন্দেহ, কিছু দিনের মধ্যেই কেউ না কেউ সাইবার দুনিয়াকে এমন মাত্রায় পৌঁছে দেবেন, যেখানে কৃত্রিম বুদ্ধির জোরেই যন্ত্র নিজের প্রতিরূপ তৈরি করতে শুরু করবে। এখনই নানা ক্ষেত্রে এই ‘এআই’-এর যে রকম ঢালাও ব্যবহার হচ্ছে, সে দিন আর দূরে নেই যখন, মানুষকেও ছাপিয়ে যাবে ওই ‘ধীমান যন্ত্রেরা। সে হবে জীবনের এক নতুন রূপ।

হকিং আশঙ্কার কথা শুনিয়ে বলেছেন, আমরা এমন জায়গায় পৌঁছে গিয়েছি, যেখান থেকে ফিরে আসার আর পথ নেই। বিপজ্জনকভাবে বাড়ছে জনসংখ্যা। পৃথিবী আমাদের পক্ষে বড্ড ছোট হয়ে পড়ছে। নিজেদের ধ্বংস করার দিকে এগিয়ে চলেছি আমরা। অবিলম্বে বাসযোগ্য অন্য কোনো গ্রহ খুঁজে বার করতেই হবে।