Thu. Sep 18th, 2025
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ১২ নভেম্বর, ২০১৭: সমাবেশে আসতে বিভিন্ন স্থানে বিএনপি’র নেতাকর্মীদের বাধা দেয়ার অভিযোগ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বহুদলীয় গণতন্ত্রে মতপার্থক্য থাকবেই, দেশের কল্যাণে সবাইকে এক সাথে কাজ করতে হবে।

রোববার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বলেন, জনসভা যাতে না হয়, জনগণ যাতে না আসতে পারে তার জন্য বাধা সৃষ্টি করা হয়েছে। হোটেলগুলোতে তল্লাশী চালানো হয়েছে।পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে জনগণ আসতে না পারে।

বিকাল ৪টা ১০ মিনিটে শুরু করা বক্তব্যে খালেদা জিয়া বলেন, শুধু কী তাই, আমিও যাতে আপনাদের সামনে পৌঁছুতে না পারি, আমার বাড়ির সামনে থেকে গুলশান পর্যন্ত বাস দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়েছে। বাসের ড্রাইভার নেই। এরা যে এতো ছোট মনের, সেটা আজকে প্রমাণ করে দিলো। এতো ছোট মন নিয়ে রাজনীতি করা যায় না।

খালেদা জিয়া বলেন, হাসিনার অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হবে না। সামান্য স্থানীয় নির্বাচন তারা চুরি করে জিততে চায়, তাদের অধীনে কোনো নির্বাচন হতে পারে না।

‘ইভিএম দিয়ে নির্বাচন হবে না। নির্বাচনের ক্ষমতা প্রদান করে সেনাবাহিনী নামাতে হবে’।