Fri. Sep 19th, 2025
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭: লেখক ব্লগার অভিজিৎ রায় হত্যা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ ডিসেম্বর ফের দিন ধার্য করেছেন আদালত। যুক্তরাষ্ট্র প্রবাসী এই লেখককে কুপিয়ে হত্যার পর গত পৌণে তিন বছরেও মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি।

সোমবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত কর্মকর্তা মহানগর ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী নতুন দিন ধার্য করেন।

অমর একুশে বইমেলা উপলক্ষে বই প্রকাশ ও প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ রায় ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি দেশে আসেন। ওইদিন সন্ধ্যার পর বইমেলা স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে নিয়ে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান অভিজিৎ। তার স্ত্রী বন্যাও সন্ত্রাসীর চাপাতির আঘাতে আঙুল হারান। ওই ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় শাহবাগ থানায় হত্যা মামলা করেন।