Thu. Sep 25th, 2025
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭: সোমবার সূর্যোদয়ের আগেই এক বিরল মহাজাগতিক দৃশ্য দেখতে চলেছে দুনিয়া। যাকে চলতি বছরে মহাকাশ বিজ্ঞানের সবচেয়ে বড় ঘটনা বলে মনে করছে বিজ্ঞানীরা।

সোমবার ভোররাতেই বৃহস্পতি ও শুক্রকে পরস্পরের কাছাকাছি আসছে দেখা যাবে।মহাজাগতিক এই দৃশ্য দেখা যাবে সূর্যোদয়ের ঠিক আগেই। জানা গিয়েছে দুটি ভিন গ্রহ একত্রিত হয়ে একটি নক্ষত্রের সমান দেখাবে। যা অসামান্য় এক ঘটনা হয়ে থাকবে। দুটি গ্রহই এদিন থাকবে এক সরল রেখায়। এমনিতে দুটি গ্রহের মধ্যে দূরত্ব ৪১৬ মিলিয়ন মাইল।

তবে এই দৃশ্য দেখার জন্য চাই মেঘমুক্ত পরিস্কার আকাশ। পূর্ব-দক্ষিণ কোণে সোমবার ভাররাতেই দেখা যাবে এই মহাজাগতিক ঘটনা। প্রতি ১৩ মাস অন্তর এই বিরল ঘটনা ঘটে থাকলেও , এইবারই প্রথম পৃথিবীর খুব কাছ থেকে দেখা যাবে এই দৃশ্য। টেলিস্কোপে এই দৃশ্য ভালোভাবে দেখা গেলেও, দূরবীনেও বোঝা যাবে এই ঘটনা। পৃথিবীর অন্যান্য জায়গার তুলনায় আমেরিকার বিভিন্ন অংশে এই মহাজাগতিক দৃশ্য বেশ ভালো করে দেখা যাবে।-ওয়ান ইন্ডিয়া।