Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭: ২০১৪ সালে প্রথম ভার্চুয়াল রিয়ালিটি সেক্স ভিডিওতে অভিনয় করে পর্নোগ্রাফি বিশ্বকে আলোচনায় এনেছিলেন এলা ডার্লিং (৩১)। সাধারন পর্নোগ্রাফি ভিডিওর বাইরে গিয়ে আধুনিক বিজ্ঞানের কারুকার্য মিশিয়ে নতুন যুগের উন্মোচন হয়েছিল তখন।

তখন থেকেই শুরু। বর্তমানে ভার্চুয়াল রিয়ালিটি সেক্স ভিডিওগুলো হয়েছে আরো আধুনিক। শতশত ক্যামেরা বিভিন্ন দিক থেকে ১৮০-২৪০ ডিগ্রি ভিউ নিয়ে সকল কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবে। পর্নোগ্রাফি হবে ভিডিও গেইমের মতো । ভিডিও গেইম যেমন একজন গেইমার নিজের মতো করে খেলতে পারে, ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) সেক্স পর্নোগ্রাফি হবে তেমনই। অনুভূতির দিক থেকে সায়েন্স ফিকশন মুভির থেকে কোন অংশে কম হবে না এই ভিডিওগুলো।

পর্নহাব ওয়েবের মতে , ২০১৬ সালে ভিআর পর্নের জন্য সাইটিতে ভিউ বেড়েছে ২৭৫ শতাংশ। প্রায় প্রতিটি ভিডিওতেই আলাদা ভিউ এসেছে ৫ লাখের বেশি। আশা করা হচ্ছে, ২০২৫ সালের মধ্যে ভার্চুয়াল রিয়ালিটি সেক্টরে পর্নোগ্রাফির স্থান থাকবে শীর্ষ তিন-এ। ন্যাশনাল ফুটবল লিগ-এনএফএল এর পর প্রায় ১ বিলিয়ন ডলার নিয়ে স্থান দখল করবে পর্নোগ্রাফি।

ভার্চুয়াল রিয়ালিটি সেক্স ভিডিও’র আগে ‘সেক্স ডলস’ বেশ আলোড়ন তুলেছিল পর্নোবিশ্বে। বর্তমানে সেই অঙ্গনও রোবটের আগমনে হয়েছে অত্যাধুনিক। সেক্সডল থেকে সেক্স রোবটে যাওয়া অত্যাধুনিক প্রযুক্তির কল্যাণে এখন নিজের পছন্দের চেহারা বসানোর সুযোগও থাকছে।

তবে বিজ্ঞানের তৈরি এই পর্নোবিশ্বকে শুধু শারীরিক প্রয়োজনে না রেখে মানসিকভাবেও সংযোগ করার কথা জানিয়েছে সেক্স রোবট মেকারদের একজন।

মেকারদের একজন সেক্সরোবট সম্পর্কে জানান ,তারা থ্রিডি দিয়ে এমন কিছু বানাচ্ছেন যা দ্বারা যেকোনো চেহারা বসানো যাবে। চাইলেই নিজের পছন্দের মানুষের চেহারা বসিয়ে তার সঙ্গে ভিআর সেক্স সম্পর্ক গড়া যাবে। নিউ ইয়র্ক টাইমস