Thu. Sep 18th, 2025
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কিছুক্ষণ আগে তথ্যমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। মন্ত্রী বলেন নবম ওয়েজবোর্ড নিয়ে তার সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপ হয়েছে। এক সপ্তাহের মধ্যে নবম ওয়েজবোর্ডের ঘোষণা আসতে পারে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আপনারা নবম ওয়েজবোর্ডে সফল হবেন। এই দাবি আদায়ে আপনারা ঐক্যবদ্দ হবেন। প্রধানমন্ত্রী নবম ওযেজবোর্ড দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন।