Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০১৭: মানিকগঞ্জের সাটুরিয়া থানার দুই উপপরিদর্শককে (এসআই) গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের ভাষ্য, ওই দুই এসআই ডাকাতের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন সাটুরিয়া থানার এসআই ওহিদুজ্জামান (৪০) ও আসলাম খান (৩২)।

সাটুরিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলামের ভাষ্য, বুধবার রাতে একদল ডাকাত সাটুরিয়া স্বর্ণপট্টি এলাকায় ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ বাজার এলাকায় তাদের ঘিরে ফেলে। এ সময় ডাকাতরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে এসআই আসলামের বুকে ও ওহিদুজ্জামানের হাতে গুলি লাগে। তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। এর পর উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় ওই দুই এসআইকে।