Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০১৭: বঙ্গোপসাগরের সংরক্ষিত এলাকা সোয়াচ অব নো গ্রাউন্ডের অজানা রহস্য উদঘাটনে গবেষণা চালাবে ইসাবেলা ফাউন্ডেশন। আগামী ১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত পাঁচদিনব্যাপী গভীর সমুদ্রে গবেষনা চালাবে ৪০ জনের গবেষক দল।

বুধবার ঢাকা রিপোর্টাস ইউনিটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও ইসাবেলা ফাইন্ডেশনের চেয়ারম্যান কবির বিন আনোয়ার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাগরতলের বিশাল সম্পদের কথা বলতেই তেল-গ্যাসের কথা সবার মাথায় আসে। কিন্তু তেল-গ্যাস অনুসন্ধান আমাদের কাজ নয়। আমরা সাগরের মৎস্য, প্রাণিজ, জীববৈচিত্র ও প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কাজ করব।

ইসাবেলা ফাইন্ডেশনের চেয়ারম্যান কবির বিন আনোয়ারের নেতৃত্বে সোয়াচের নীল জলের উপরিভাগসহ পানির নিচেও গবেষণা ও তথ্যচিত্রের জন্য তিনজন প্রশিক্ষিত স্কুবা ডাইভারও প্রস্তুত। এর আগে চলতি বছরের মার্চ মাসে ১৩ জনের একটি গবেষক দল সোয়াচের নানা এলাকা ঘুরে গবেষণাধর্মী একটি মানচিত্রের কাজ সম্পন্ন করেছিলেন। তারই ধারাবাহিকতায় এবারের পাঁচদিনের এই অভিযাত্রা।

সোয়াচ অব নো গ্রাউন্ড সাগর অভিমুখে প্রায় ১ হাজার ৭০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত উল্লেখ করে কবির বিন আনোয়ার বলেন, এর কিছু অংশ বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কার আওতায় পড়েছে। আমাদের গবেষণা বাংলাদেশের অংশে। কারণ এই জায়গাটি এখনো আমাদের কাছে রহস্য।

সাগরতলে ২০০ মিটার পর্যন্ত গভীরে গিয়ে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে যতটুকু গভীর পর্যন্ত সম্ভব ততটুকু এলাকার প্রাণিজগৎ সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করা হবে। এছাড়া ভবিষ্যৎ গবেষণার জন্য একটা গাইডলাইন তৈরি করা হবে এর মাধ্যমে।