Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার , ১৭ নভেম্বর, ২০১৭: বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, নির্বাচন সুষ্ঠু করা একটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। এটা অন্য দায়িত্বের মধ্যে একটা অংশের মধ্যে পড়ে সুষ্ঠু নির্বাচন করা।

সময় টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান সম্পাদকীয়তে ‘সংলাপে আস্থা অনাস্থা’ বিষয়ক আলোচনায় তিনি একথা বলেন।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, একটা নির্বাচন সুষ্ঠু করতে অনেক কাজ করতে হয়। নির্বাচনের প্রস্তুতি ঠিকভাবে করলে কিন্তু নির্বাচন সুষ্ঠু হলো না। এটা হলে কিন্তু আপনার দায়িত্বে অবহেলা হিসেবে গণ্য হবে। সারা পৃথিবীতে যত সরকার আছে সবারই দায়িত্ব সকল কর্মকান্ড পরিচালনার পাশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যম ক্ষমতা হস্তান্তর করা। যে নির্বাচনটা হবে তাতে কোন দলের সন্দেহ যাতে না থাকে। আর একটা বেসিক নিয়ম সুষ্ঠু নির্বাচনে আইনশৃঙ্খলা ভালো থাকতে সেনাবাহিনী মোতায়েন করা। কারণ আমাদের এমনি পুলিশের প্রতি আস্থা আছে আবার আস্থাহীণতায় ভুগী। তাই পুলিশ দিয়ে নির্বাচন সুষ্ঠুভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা নিয়ে সন্দেহ থাকে।

বিএনপি আওয়ামী লীগ নাই যখন যে দল ক্ষমতায় থাকুক তাদরে দলের নেতারা ক্ষমতার চর্চা করে থাকে।