খােলা বাজার২৪। শনিবার , ১৮ নভেম্বর, ২০১৭: চামড়া শিল্পের আধুনিকায়নে চামড়াজাত পণ্যের সর্বাধুনিক মেশিনপত্র ও এক্সাসরিজ নিয়ে লেদারটেক বাংলাদেশ ২০১৭ তে অংশ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। অংশগ্রহণকারীরা জানান, এই প্রদর্শনীর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা সহজেই তাদের প্রয়োজনীয় পণ্যের যোগান দিতে পারবেন। আর বিনিয়োগকারীদের সাথে বড় একটি ক্ষেত্রের সম্পর্ক তৈরি হবে । সূত্র : সময় টিভি
চামড়া, প্ল্যাস্টিক ও রেক্সিনের পণ্য তৈরির বিভিন্ন মেশিন, কেমিক্যাল ও চামড়া নিয়ে লেদারটেক বাংলাদেশ ২০১৭ এর ৫ম আসরে অংশ নিয়েছে বিশ্বের ১৫টি দেশ। কিছু কোম্পানির পক্ষ থেকে গ্রাহক পর্যায়ে বিভিন্ন মেশিন কিনলে দেওয়া হচ্ছে ৩০-৩৫ বছরের ফ্রি সার্ভিসিং এর সুবিধাও।
স্টাইলের ফুটওয়্যার লিমিটেডের নির্বাহী পরিচালক মো. তৌফিক উদ্দিন বলেন, মেশিনারিজ সাপ্লাইয়ার এবং সব ধরনের লোকজনের এই মেলায় আনাগোনা থাকে। যার মাধ্যমে একটি মিলনমেলা তৈরি হয়।
অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে চামড়া শিল্পের বাজার আশানুরূপ হওয়ায় এমন প্রদর্শনীর অপেক্ষায় থাকে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা।
এ সম্পর্কে প্রদর্শনীর আয়োজকরা বলছেন, এই প্রদর্শনীতে নিয়ে আসা হয়েছে বিশ্বে সর্বাধুনিক প্রযুক্তির বিভিন্ন মেশিন। আর এই মেশিনগুলো উৎপাদন ব্যয় কমিয়ে লাভজনক করবে প্রতিষ্ঠানগুলোকে।
আস্ক ট্রেড এন্ড এক্সিবিশনস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, এবার যেসব টেকনোলজি সারা বিশ্ব থেকে এসেছে সবগুলোই আধুনিক প্রযুক্তি নিয়ে এসেছে। এই প্রযুক্তিগুলো যদি আমাদের দেশীয় শিল্পের মালিক এবং উচ্চ পদস্থ কর্মকর্তাগণ এসে দেখে যান এবং এগুলো তাদের শিল্প কারখানায় ব্যবহার করা হয় তাহলে তারা অনেক উপকৃত হবে।
ভারত, কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, জাপানসহ ১৫টি দেশের ২৫০টি স্টল অংশ নিয়েছে এবারের আয়োজনে।