খােলা বাজার২৪। শনিবার , ১৮ নভেম্বর, ২০১৭: এবার স্কুলভর্তি পরীক্ষায় সরকার নির্ধারিত পাঠ্যক্রমের বাইরে প্রশ্ন করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। চলতি সপ্তাহে সরকারি ও বেসরকারি স্কুলের ভর্তি নীতিমালাও চূড়ান্ত করেছে মন্ত্রণালয়।
সরকারি নীতিমালা অনুযায়ী প্রথম শ্রেণিতে শিক্ষার্থী করা ভর্তি হয় লটারির মাধ্যমে। এছাড়া দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থী ভর্তি করা হয়। মন্ত্রণালয়ের কাছে অনেকদিন থেকেই অভিযোগ আসছে, নামি স্কুলের ভর্তি পরীক্ষায় পাঠ্যবইয়ের বাইরে থেকে প্রশ্ন করা হয়। ফলে এই ভর্তি নিয়ে কোচিং বাণিজ্যের একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। এরই প্রেক্ষাপটে চলতি বছরে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে ভর্তি পরীক্ষার প্রশ্ন আগের শ্রেণির সিলেবাস থেকেই করতে হবে। সিলেবাসের বাহিরে কোন প্রশ্ন করা যাবে না ।
এদিকে এবার বেসরকারি স্কুলে ঢাকা মেট্রোপলিটন এলাকায় সর্বোচ্চ ভর্তি ফি পাঁচ হাজার টাকা। আর অন্যান্য মেট্রোপলিটনে তিন হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সরকারি স্কুলের ভর্তি ফরমের দাম ২০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা করা হয়েছে। এ বছরও বেসরকারি বিদ্যালয়গুলোর সেশন ফি নির্দিষ্ট না করায় ক্ষুব্ধ অভিভাবকরা।
ডিসেম্বরের মধ্যে ভর্তি ফরম বিতরণ ও ভর্তি পরীক্ষা শেষ করতে হবে এবং আগামী বছরের ১ জানুয়ারি থেকে পাঠদান কার্যক্রম শুরু করতে বলেছে মন্ত্রণালয়। এদিকে সরকারি স্কুলের ভর্তি ফরমের দাম ২০ টাকা বাড়ানো হয়েছে। বেসরকারি স্কুলের ভর্তি ফি আগের বছরের মতই আছে। সূত্র : ইনডিপেনডেন্ট টিভি