Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শনিবার , ১৮ নভেম্বর, ২০১৭: নীলফামারীতে জেএসসি পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে। নাম সর্বস্ব এক স্কুলের হয়ে পরীক্ষায় অংশ নিচ্ছে অন্য স্কুলের সাত শিক্ষার্থী। এই অনিয়মে শিক্ষার্থী প্রতি ৫ থেকে ৭ হাজার টাকা লেনদেন হয়েছে বলে অভিযোগ রয়েছে। সূত্র : যমুনা টিভি

চরম অবহেলায় কোন রকম দাড়িয়ে আছে কিসামত নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। কিন্তু শিক্ষার্থী নেই একজনও। যদিও কয়েকজন শিক্ষক রয়েছেন। কাছে দক্ষিণ সোনাকুড়ি বালিকা উচ্চ বিদ্যালয় অবকাঠামোগত সুবিধার পাশাপাশি এমপিওভুক্ত স্কুলে আছে শিক্ষার্থীও।
অভিযোগ উঠে শিক্ষার্থী প্রতি ৫ থেকে ৭ হাজার টাকা নেওয়া হয়েছে। স্কুলের কিছু শিক্ষক প্রথমে প্রতারণার কথা অস্বীকার করলেও পরে স্বীকার করতে বাধ্য হন।

সোনাকুড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম বলেন, এই সম্পর্কে কিছু তিনি জানেন না। যদিও বা এটা গুরুতর অপরাধ। যারা করেছে এটি বিধিসম্মত কাজ করেনি।

নীলফামারীর জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেছেন, এক স্কুলের হয়ে অন্য স্কুলের পরীক্ষায় অংশ নেওয়া কোনো মিশনে নেই। তাই তারা এই ব্যাপারে তদন্ত করার ব্যবস্থা নিবেন।