Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭:মেহেদীহাসান জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি)বিভিন্ন স্থানে হাজার হাজার টাকা ব্যয়করে সি সি ক্যামেরা বসানোহলেও তা নিরাপত্তাদিতে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পাঁচটি স্থানে সি সি ক্যামেরা বসানো থাকলেও তা ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থায় কোন কাজে আসছেনা বলে অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ক্যাম্পাসে মোট ১১টি সি সি ক্যামেরা বসানো আছে। যা প্রশাসনিক ভবনের সামনে, বিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান বিভাগে, নতুন ভবনে,সমাজ বিজ্ঞান অনুষদে, গণিত বিভাগে বিভিন্নদিক অনুসাওে বসানো।
সরেজমিনে দেখা যায়, ১১টি ক্যামেরার মধ্যে মাত্র ৬টি সি সি ক্যামেরা ঠিক আছে। বাকী সি সি ক্যামেরা গুলো দীর্ঘ দিন নষ্ট হয়ে পড়ে আছে। এগুলো মেরামতেও অনিহা দেখাযাচ্ছে। এতে ক্যাম্পাসের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে ক্যামেরা গুলো।
বিশ্ববিদ্যালয়ের আইটি অফিস সূত্রে জানাযায়, দপ্তরে সব সি সি ক্যামেরার ভিডিও ফুটেজ রেকর্ড করে সার্ভারের জমা রাখা হয়। ক্যাম্পাসের আইন-শৃঙ্খলা রক্ষায় ও যে কোন অপরাধ সনাক্তে তাৎক্ষনিক ভাবে সিসি ক্যামেরার ভিডিও তথ্য সরবারহ করে থাকে নেটওয়াকির্র্ং অ্যান্ড আইটি দপ্তর।
তবে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আশংকা প্রকাশকরে একাধিক শিক্ষার্থী জানান,পূর্বে জবি ক্যাম্পাসে বিভিন্ন ধরনের নাশকতামূল ককর্মকান্ড, ক্যাম্পাসে অবস্থানরত বাসে আগুনদেয়াসহ প্রশাসনিক ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় দূর্বত্তদের আটক করতে ব্যর্থ হয়েছে প্রশাসন। এসব নাশকতা ঘটনার দোষীদের চিহ্নিত করণের উদ্দেশ্যে সিসি ক্যামেরা লাগানো হলেওযান্ত্রিক ত্রুটির কারণে তা সম্ভব হচ্ছেনা।
সিসি ক্যামেরা থাকা সত্তে¡ও তার সদ্ব্য বহারকরা হচ্ছেনা উল্লেখ করে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আশরাফুল আমিন বলেন, সিসি ক্যামেরা বসানো হয়েছে ক্যাম্পাসে বিশৃঙ্খলা হলে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করতে। তাদিয়ে যদি সম্পূর্ণ ভাবে কাজ করা নাযায় তাহলে সিসি ক্যামেরা দিয়ে কী লাভ? এ বিষয়ে জবির আইটি বিভাগের পরিচালক ড. উজ্জল কুমার আচার্য্য বলেন, আমরা ৩০টি সিসি ক্যামেরা ক্রয়ের সুপারিশ করে ছিলাম। কর্তৃপক্ষতা ক্রয়ের কার্যক্রম শুরু করেছে। আশা করছি, কর্তৃপক্ষ তাড়াতাড়ি ক্রয়ের ব্যবস্থা করবেন।