Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ২০ নভেম্বর, ২০১৭:আন্তর্জাতিক শৌচাগার দিবসের শোভাযাত্রায় অংশগ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, সুস্থ জীবন সবারই কাম্য। আর সুস্থতার জন্য শৌচাগার ব্যবহারে সতর্ক হওয়া জরুরি। শৌচাগার ব্যবহারে পরিছন্নতা শুধু পরিবেশই রক্ষা করে না শারীরিকভাবেও সুস্থ রাখে।

রোববার আন্তর্জাতিক শৌচাগার দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শাহবাগ মোড় পর্যন্ত দেশে প্রথমবারের মত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ‘টয়লেট ডে-২০১৭-এ আমাদের অঙ্গীকার, পারফেক্ট হোক টয়লেট ব্যবহার’ প্রতিপাদ্য নিয়ে এ শোভাযাত্রার আয়োজন করে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড এর হারপুন লিকুইড টয়লেট ক্লিনার।

উপাচার্য বলেন, কোন সমাজের মানুষ কতটুকু সভ্য তা ঐ সমাজের পরিবারগুলোর দুটি জিনিসের মাধ্যমেই বোঝা যায়। এর একটি হচ্ছে তার শৌচাগার অপরটি রান্নাঘর। তাছাড়া শৌচাগার ও রান্নাঘর পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে পরিবারের সদস্যরা শারীরিক ও মানসিকভাবেও সুস্থ থাকে।

পরিষ্কার-পরিছন্নভাবে শৌচাগার ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করতে দিবসটি খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ্য করে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, এই শোভাযাত্রার উদ্দেশ্য হচ্ছে শৌচাগার ব্যবহারে গণ-সচেতনতা তৈরি করা। প্রাত্যহিক জীবনে সুষ্ঠুভাবে শৌচাগার ব্যবহার যে কোন সভ্য সমাজের পূর্বশর্ত।

শোভাযাত্রায় আরও অংশগ্রহণ করেন টিএসসির পরিচালক এম মহিউজ্জামান চৌধুরী, কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের হেড অব সেলস সোহেল হাওলাদার, ব্র্যান্ড ম্যানেজার সাজফিনা সিরাজ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।