Thu. Sep 18th, 2025
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ২০ নভেম্বর, ২০১৭:মেহেদী হাসান : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রতিনিধিঃ ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষের ভর্তির সময়সূচি প্রকাশিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান সাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তির সময়সূচি এবং ভর্র্তির অন্যান্য সূচি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে জবির ‘এ’, ‘বি’ ও ‘ই’ ইউনিটে চারটি মেধাক্রম অনুযায়ী স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি হওয়ার জন্য আগামী ২৬ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে, একইভাবে ‘সি’ ইউনিটে বিবিএ ১ম বর্ষে ভর্তির জন্য আগামী ২১ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে এবং ‘ডি’ ইউনিটে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তির জন্য আগামী ১০ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ বিভাগে টাকা এবং প্রয়োজনীয় সনদপত্রাদি জমা দিতে হবে। টাকা সিওর ক্যাশের মাধ্যমে পরিশোধ করতে হবে।
ভর্তি সংক্রান্ত যাবতীয় সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://jnu.ac.bd Ges এবং http://admissionjnu.info) পাওয়া যাবে।