Thu. Sep 18th, 2025
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ২২ নভেম্বর, ২০১৭: যশোরের বেনাপোলে হুন্ডির সাড়ে ৩৩ লাখ টাকাসহ চার পাচারকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে যশোর-বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছী নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নড়াইল জেলার নড়াগাতি উপজেলার পানিপাড়া গ্রামের মোহাম্মাদ শেখের ছেলে আনিস শেখ (২৬), হাসিয়াল গ্রামের লুৎফর ফকিরের ছেলে জীবন ফকির (২১), আবু বক্করের ছেলে এনামুল শেখ (৩০) এবং জয়নগর গ্রামের আলম শিকদারের ছেলে রিয়াদ শিকদার (১৯)। সূত্র : অনলাইন যুগান্তর

শার্শা থানার ওসি এম মশিউর রহমান জানান, শার্শার শ্যামলাগাছী নামক স্থানে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি ইজিবাইককে সন্দেহ হলে থামতে বলা হয়।

পরে তল্লাশি চালিয়ে ৪ যাত্রীর পায়ের সঙ্গে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় সাড়ে ৩৩ লাখ হুন্ডির টাকা পাওয়া যায়।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।