Thu. Sep 18th, 2025
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০১৭:অনলাইনে ঘরে বসেই এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের সকল ইউনিটের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যাবে।

মূলত শিক্ষার্থীদের ভোগান্তির দুর করতে এবং শিক্ষা কার্যক্রমে ডিজিটাল পদ্ধতি ব্যবহারে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার থেকে শুরু হওয়া এ ভর্তি কার্যক্রমে ঘরে বসে শিউর ক্যাশ এর মাধ্যমে ভর্তির টাকা পেমেন্ট করলেই ভর্তির প্রাথমিক কাজ শেষ হয়ে যাবে।

বুধবার বিশ্ববিদ্যালয় ট্রেজারারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।