Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার , ২৪ নভেম্বর, ২০১৭: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচনকালীন সহায়ক সরকার ফিরিয়ে আনতে সকল আন্দোলনই শান্তিুপূর্ণ হবে বলে জানিয়েছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

ফারজানা রুপার সঞ্চালনায় একাত্তর টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জয়নুল আবেদিন ফারুক বলেন, ১/১১ পর থেকে যত মামলা হয়েছে তার বেশির ভাগ মামলা ভুয়া। সেসকল মামলা সরকার পরিচালনা করলে সরকার হারবে। তাই সেই মামলা গুলো পড়ে আছে। বেশির ভাগ মামলা হাজিরা দিতে হয় কিছু কিছু হাজিরা দিতে হয়। আজ অস্থায়ী আদালত বকশি বাজারে যে কান্ড হয়েছে। আইজীবিদের হাতাহাতি তাতে আমি খারাপ কিছু দেখি না। তবে আমরা কিন্তু সুপ্রিম কোর্টের বিক্ষোভ ও দরজায় লাথি মারা দেখেছি। রায় মানি না বলে স্লোগান দিতেও দেখেছি। এগুলো রাজনীতি ক্ষেত্রে হয়ে থাকে। কারণ সেসময় অনেক আইনজীবি উপস্থিত থাকে।

এক প্রশ্নের জবাবে জয়নুল আবেদিন ফারুক বলেন, অব্যশই এটা উচিত নয়। নিজেদের সম্মান নিজেদেরকেই রক্ষা করতে হবে। তবে বেগম জিয়ার আদালতে হাজিরার সময় আইনজীবিদের যে অপ্রতীকর ঘটনা ঘটিয়েছে এটা কাম্য নয়। আমি মনে করি যে সেখানে আদালত না করলে পারত। চৌদ্দগ্রামে বাস পোড়ানো মামলা বেগম জিয়াকে হুকুম দাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এটার কোন ভিত্তি নেই। কারণ যেদিন বাসটি পোড়ানো হয়েছিল বেগম জিয়া তার গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ ছিল। যেখানে গ্যাম বিদ্যুৎ টেলিফোন লাইন নেটওয়ার্ক বন্ধ ছিল। তাহলে সে কি করে হুকুম দিল।

হাজার মাইল অতিক্রম করে বেগম জিয়া আজ আদালতে গিয়ে হাজিরা দিয়েছে। এতে তিনি যে সাহস দেখিয়েছে এতে আমাদের নেতাকর্মী আশ্বস্ত হয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচী ঘোষনা করবে। আর গতকাল বেগম জিয়ার আগমনে লক্ষ জনতার উপস্থিতি দেখেছেন। সে হিসেবে সরকার আমাদের অবস্থান বুঝতে পেরেছেন, সরকারও তাদের অবস।তান বুঝতে পেরেছেন। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে কর্মসূচী দেওয়া হোক আমাদের নেতাকর্মীরা অক্ষরে অক্ষরে পালন করবে।