Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শনিবার , ২৫ নভেম্বর, ২০১৭: বিশ্বে প্রথমবারের মত চীনা রোবট মেডিকেল পরীক্ষা ‘এক্সাম সিসি জিরো’তে উত্তীর্ণ হয়েছে। ‘শিওয়াই’ নামে এ রোবটটি চীনের ন্যাশনাল মেডিকেল লাইসেন্সিং এক্সামিনেশনে অংশ নেওয়ার পর পাস করে এবং রোবটটি এখন ক্লিনিক্যাল ডাগনোসিস উন্নতিতে কাজ করছে। বেইজিং নিউজ

পরীক্ষায় এ যন্ত্রমানব পেয়েছে ৪৫৬ পয়েন্ট। পরীক্ষায় গড়ে কোনো চিকিৎসকের পাওয়া নম্বরের তুলনায় তা ঢের বেশি। সিনগুয়া ইউনিভার্সিটির আই ফ্লাই টেক জয়েন্ট ল্যাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষাপত্রে শিওয়াইকে দশ লাখ মেডিকেল ইমেজ, চিকিৎসা সংক্রান্ত ৫৩টি বই ও কুড়ি লাখ মেডিকেল রেকর্ড ও চার লাখ চিকিৎসা সাময়িকি ও প্রতিবেদন থেকে নির্বাচিত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয় বলে জানান, ল্যাবটির পরিচালক হু ঝি। তবে সমালোচকরা বলছেন, রোবটটি কেবল তার দৃঢ় স্মৃতি ক্ষমতার ওপর নির্ভর করে পরীক্ষায় অংশ নিয়েছে এমন যুক্তি খ-ন করে হু ঝি বলেন, চিকিৎসা বিদ্যায় প্রশ্ন প্রতিবছর পরিবর্তিত হয়ে থাকে। তাই পড়াশুনা, যুক্তি ও বিচারব্যবস্থাও রোবটটিকে পরখ করে দেখতে হয়েছে। তবে রোবটটি নিখুঁতভাবে জ্ঞানের ব্যবহার করতে পারে না বিধায় চিকিৎসকের পরিবর্তে এ যন্ত্রমানবকে ব্যবহার করা হবে না। আগামী বছর রোবটটি মেডিকেল শিক্ষা ও প্রশিক্ষণের দায়িত্ব নিতে যাচ্ছে।