Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। শনিবার , ২৫ নভেম্বর, ২০১৭: একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য শিল্প প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা প্রয়োজন। এতে অর্থনৈতিক মুক্তি আসবে।

অন্যান্য দেশের তুলনায় বিদ্যুতের গ্রাহকসেবা প্রদাণে বাংলাদেশ অনেকাংশে পিছিয়ে রয়েছে। এমনকি দেশের গ্রামাঞ্চলের অর্ধেক মানুষ এখনও এই সেবা থেকে পুরোপুরি বঞ্চিত। ২০৩০ সালের মধ্যে দেশ আদৌ এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে কিনা, তা নিয়েও প্রশ্ন থেকে যায়।

তবে একটি সমাধান অবশ্য রয়েছে। তা হলো বাজারমূল্য বাড়িয়ে বিদ্যুৎখাতকে লাভে আনা। এবং এই লাভের টাকায় বঞ্চিত এলাকাগুলোতে বিদ্যুৎকেন্দ্র এবং বৈদ্যুতিক লাইন সরবরাহ করা। যাতে ঘরে ঘরে মানুষ বিদ্যুৎ সুবিধা পায়।

সূত্র : ঢাকা ট্রিবিউন