Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার , ২৭ নভেম্বর, ২০১৭: ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর বর্তমানে প্রযুক্তি বিশ্বে খুবই জনপ্রিয়। বাস্তব নয় কিন্তু দৃশ্যকে বাস্তবে অনুভব করার মতো সুবিধা দেয় এই প্রযুক্তি। এবার এমন একটি ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করা হয়েছে, যা মৃত্যু ছাড়াই মৃত্যুর অভিজ্ঞতা দেবে আপনাকে।

আউটরোস্পেকট্রে নামক এই ভার্চুয়াল রিয়েলিটির ডিভাইসটি পরীক্ষামূলক মেডিক্যাল ডিভাইস হিসেবে তৈরি করেছেন ডাচ ডিজাইনার ফ্রাঙ্ক ককম্যান। কম্পিউটার গ্রাফিক্সের সঙ্গে একটি ভার্চুয়াল জগত তৈরির পরিবর্তে, এই ভার্চুয়াল রিয়েলিটির ডিভাইসটি বাস্তব জগতের ভিডিও ফুটেজ ধারণ করে।

মূলত হাসপাতালে দীর্ঘ অসুস্থ রোগীরা যাতে মৃত্যু অনুভূতি নিয়ে বেঁচে থাকতে পারে সে জন্য এটি তৈরি করা হয়েছে। তাদেরকে নিজের মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে এবং মৃত্যুর সঙ্গে যুক্ত সংবেদনশীলতার সঙ্গে পরিচয় করানোর মাধ্যমে আশা করা হচ্ছে যে, এটি বাস্তবতায় প্রকৃত মৃত্যু ভয় কমাতে সাহায্য করবে।

এক্ষেত্রে রোগীদেরকে একটি রোবটিক মাথার সম্মুখে দাঁড়াতে হয়, যা একটি ট্রেকে সামনে এবং পিছনে চলাফেরার মাধ্যমে সিম্যুলেটেড পরিবেশ তৈরি করে। ব্যবহারকারীর চোখে পড়া থাকে থ্রিডি ক্যামেরা সম্পন্ন ভিআর হেডসেট, যাতে নিজেকে শরীর থেকে সরে যাওয়ার অনুভূতি অনুভব হয়।

ডি জেন ম্যাগাজিনকে ককম্যান বলেন, ‘মৃত্যুর ভয় ও অভিজ্ঞতা একটি উপেক্ষিত বিষয়। যদি আমরা মৃত্যুর আশেপাশে আমাদের উদ্বেগগুলোর চিকিৎসা শুরু করি, তাহলে এর মানে হচ্ছে মৃত্যুর প্রক্রিয়া আরো আরামদায়ক হতে পারে।’

ককম্যান তার এই উদ্ভাবনটি সম্প্রতি একাধিক আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রদর্শন করেছেন। তিনি আশা করছেন, তার এই প্রকল্পের বৈজ্ঞানিক পরীক্ষার পর এটি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হবে।