Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। সোমবার , ২৭ নভেম্বর, ২০১৭: ইরানের রেল খাতে ২৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রয়োজনের কথা জানিয়ে দেশটির যোগাযোগ মন্ত্রী আব্বাস আখোন্দি বলেছেন, ধর্মীয় নেতা আয়াতুল্লা খামেনেয়ী এ ধরনের বিনিয়োগে গুরুত্বারোপ করেছেন। এ বিনিয়োগে সরকারের যোগান ছাড়াও ইরানের ন্যাশনাল ডেভলভমেন্ট ফান্ড থেকে সাহায্য নেওয়া হবে।

এদিকে ইরান রেলওয়ের এমডি সাইদ মোহাম্মদজাদেহ বলেছেন, প্রতিযোগিতামূলক সুবিধার ভিত্তিতে রেল খাতে বিনিয়োগের সুযোগ দেওয়া হবে। এমনিতে রেল যোগাযোগ ইরানের বাজেট উন্নয়নে প্রাধান্য পেয়ে থাকে। প্রতিযোগিতার সাথে জাতীয় অর্থনীতিতে উন্নয়নের স্বাক্ষর রাখতেই রেল উন্নয়ন এধরনের প্রাধান্য পায়। মোহাম্মদজাদেহ আরো জানান, ২০২১ সাল নাগাদ রেল খাতে আরো ২০ শতাংশ যাত্রী ও ৩০ শতাংশ মালামাল পরিবহনের লক্ষ্যমাত্রা অর্জনে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। তেহরান টাইমস