Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭: নাসার ড্রোন রেসিং প্রতিযোগিতায় কৃত্রিম প্রযুক্তি নিয়ন্ত্রিত একটি ড্রোনকে হারিয়ে দিলেন এক মানব পাইলট। তার নাম কেন লু। যদিও কৃত্রিম প্রযুক্তি নিয়ন্ত্রিত ড্রোনের পারফরম্যান্স অনেক বেশি ধারাবাহিক ছিল বলে জানিয়েছে নাসা।

নাসার জেট প্রপালসন ল্যাবরেটরির গবেষকরা স¤প্রতি ড্রোন রেসিংয়ের উপর জোর দিচ্ছেন। উচ্চ গতির এই প্রতিযোগিতায় সফল হতে গেলে প্রচুর রিফ্লেক্স দরকার। সেখানেই কৃত্রিম ড্রোনকে টেক্কা দিলেন লু। ব্যাটম্যান, জোকার ও নাইটউইং নামে তিনটি ড্রোন তৈরি করেন নাসার গবেষকরা। এই ড্রোনগুলি ঘণ্টায় ১২৯ কিমি গতিতে উড়তে সক্ষম। কিন্তু সেই গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়। ফলে ড্রোনগুলি ঘণ্টায় মাত্র ৪৮ থেকে ৬৪ কিমি গতিতে উড়তে সক্ষম হয়।

নাসার গবেষক রব রিড বলেছেন, ‘আমরা একজন মানুষের বিরুদ্ধে ড্রোনগুলিকে প্রতিযোগিতায় নামিয়েছিলাম। লু-র তুলনায় কৃত্রিমভাবে নিয়ন্ত্রিত ড্রোনগুলি অনেক বেশি সতর্ক ছিল। তবে সেগুলি অনেক সহজভাবে উড়েছে। যদিও আরো উন্নতি দরকার।’

এই প্রতিযোগিতা সম্পর্কে লু বলেছেন, ‘এটাই আমার উড়ানের কঠিনতম পথ ছিল। পাইলট হিসেবে আমার ভুল হল, সহজে ক্লান্ত হয়ে যাই। যখনই আমি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ি, তখনই পিছিয়ে পড়ি।’