Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া আগামীকাল ৩০ নভেম্বর, বৃহস্পতিবার থেকে ভর্তি শুরু হয়ে চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এ কার্যক্রম চলবে।

সামার ২০১৮ টার্মে ৪ বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স বিএস (কৃষি), বিএস (ফিশারিজ), বিএস (কৃষি অর্থনীতি) এবং ৫ বছর মেয়াদি ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) প্রোগ্রামের মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে প্রকাশ, মেধাক্রম অনুসারে আসন শূন্য থাকা সাপেক্ষে অনুষদওয়ারি অপেক্ষমাণ তালিকার ছাত্রছাত্রী নির্বাচন করা হবে আগামী ১৩ ডিসেম্বর, বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ভর্তি-সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://bsmrau.edu.bd থেকে জানা যাবে।