খােলা বাজার২৪। শুক্রবার, ০১ ডিসেম্বর , ২০১৭:হংকংএর হ্যানসন রোবটিকস হিউম্যানওয়েড সোফিয়াকে এমনভাবে তৈরি করেছে যাতে মানুষের প্রশ্নের উত্তর দিতে পারে সে। গত অক্টোবরে সৌদি নাগরিকত্ব লাভ করে সোফিয়া। তাকে বানানো হয়েছে বিখ্যাত অভিনেত্রী অড্রে হেপবার্নের আদলে। ভিজুয়াল ডাটা প্রসেসিং ও মুখ চিনে সে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করে। তাৎক্ষণিক ও পূর্বনির্ধারিত প্রশ্নের জবাব দিতে সক্ষম সোফিয়া। সামাজিক দক্ষতা অর্জনের সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের মানুষের সাথে সে মেলামেশা করতেই তার সফর শুরু হয়েছে।
এর আগে এলিজা নামে যে কম্পিউটার প্রোগ্রাম তৈরি করে মানুষের মত কথা বলার প্রচেষ্টা নেওয়া হয়েছিল প্রযুক্তিগতদিক থেকে তারই এক ধাপ এগিয়ে সোফিয়ার আগমন। জনসমাগমে সোফিয়া প্রশ্নোত্তর করতে পারে। কখনো বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিলেও কখনো কখনো অপ্রয়োজনীয় ধরনের জবাব দিয়ে বসে। প্রযুক্তির মেধার সাহায্যে জমানো প্রশ্নোত্তর ব্যবহার করে মানুষের প্রশ্নের জবাব দেয়ার চেষ্টা করে। সিএনবিসি টেলিভিশনে উপস্থাপক চার্লি রোজের সঙ্গে ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে এক সংলাপে অংশও নিয়েছে সোফিয়া।
একবার সোফিয়া কৌতুক করে জানায় সে এলন মাস্কের বই প্রচুর পড়েছে ও হলিউডের অনেক চলচ্চিত্র দেখেছে। এরপর এলন মাস্ক সোফিয়াকে টুইট করে দি গডফাদার চলচ্চিত্রটি দেখতে বলে। বিজনেস ইনসাইডার চিফ ইউকে এডিটর সোফিয়ার ইন্টারভিউ নিয়েছে। জাতিসংঘে এক সংলাপেও অংশ নিয়েছে সোফিয়া। উইকিপিডিয়া