খােলা বাজার২৪। শনিবার, ০২ডিসেম্বর , ২০১৭: রাশিয়ার এয়ারক্রাফট করপোরেশনের মিগ বিমানের মূল নকশাকারকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ৩৮ বছর বয়স্ক ওই ব্যক্তির কোনো পরিচয় না দিয়ে খবরটি প্রকাশ করেছে ডিফেন্স ব্লগ। মস্কোতে এয়ারক্রাফট করপোরেশনের সাবেক ভবনের ১৪ তলায় টয়লেটে ওই ব্যক্তির লাশ দেখতে পায় এক নিরাপত্তা কর্মী। এসময় তার হাতে একটি রক্তাক্ত ব্লেড ছিল।
উদ্ধার করার পর তাকে মস্কোর বটকিন ক্লিনিক্যাল হাসপাতালে নেওয় হয়। রাশিয়ার এয়ারক্রাফট করপোরেশন মিগ বিমানের নকশা, প্রযুক্তিগত উন্নয়ন ও উৎপাদন দেখভাল করে।