Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার,৭ ডিসেম্বর , ২০১৭: এবার বড় এবং জটিল পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য চাঁদে রোবট স্টেশন করার সিদ্ধান্ত নিয়েছে চীন। সম্প্রতি চীনের সাংহাইয়ে একটি আন্তর্জাতিক সিম্পোজিয়ামে চীনা গবেষকরা এ ঘোষণা দেন।

চীনের মহাকাশ বিজ্ঞানীরা স্থায়ীভাবে মহাকাশ স্টেশন স্থাপনের যে চেষ্টা চালাচ্ছেন রোবট স্টেশন তারই একটা অংশ।

পিকিং ইউনিভার্সিটির মহাকাশ বিজ্ঞানের অধ্যাপক জিয়াও ওয়েক্সিন জানান, গবেষণা করে নতুন তথ্য-উপাত্ত সংগ্রহ করার জন্য ওই স্টেশন‍টি ব্যবহার করে চাঁদের পাথর পৃথিবীতে আনা হবে।

গবেষকরা বলছেন, ২০১৮ সালের মধ্যে চেঞ্জ-৪ নামে একটি মহাকাশযান চাঁদে পাঠানো হবে যা চাঁদের অন্ধকার পাশ পর্যবেক্ষণের কাজ করবে। এরপর চেঞ্জ-৫ নামে আরেকটি যান চাঁদে পাঠানো হবে। এর মাধ্যমে চাঁদের পাথর সংগ্রহ করে পৃথিবীতে আনার ব্যবস্থা করা হবে। এছাড়া এ পরিকল্পনার হিসেবে ২০৩০ সালের মধ্যে চাঁদে অত্যাধুনিক রকেট পাঠাবে চীন। গ্লোবাল টাইমস