Fri. Sep 12th, 2025
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার,৭ ডিসেম্বর , ২০১৭: যুক্তফ্রন্টের চেয়ারম্যান, বিকল্পধারা বাংলাদেশে প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, দেশের মানুষ দুর্নীতি আর দু:শাসনের যাতাকলে পিষ্ট। এ অবস্থা থেকে দেশবাসী মুক্তি চায়। আর দেশবাসীকে মুক্তি দিতেই “যুক্তফ্রন্ট”।

তিনি বলেন, যুক্তফ্রন্টের দরজা তাদের জন্যই উন্মুক্ত যারা একটি দুর্নীতি-দু:শাসনমুক্ত রাষ্ট্র ও রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। বৃহস্পতিবার বারিধারাস্থ নিজ কার্যালয়ে গণ সংস্কৃতি দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। বি. চৌধুরী আরো বলেন, দেশের মানুষ দ্বীধারার একগুয়েমী রাজনীতিতে ক্লান্ত হয়ে পড়েছে। জনগন এখন চায় বিকল্পধারার কল্যাণমূখী রাজনীতি।

যে রাজনীতি দেশের মানুষকে দিবে নিরাপত্তা এবং মৌলিক অধিকার ভোগের ন্যায্য অধিকার। তিনি দেশের চলমান রাজনীতিতে মেধাবী যুব সমাজকে সম্পৃক্ত হবার আহ্বান জানিয়ে বলেন, দেশ-সমাজ ও রাষ্ট্রের পরিবর্তনে তাদের ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। চলমান রাজনীতির বিপরিতে আদর্শবান রাজনীতি প্রতিষ্ঠার লক্ষে যুক্তফ্রন্ট-এ গণসংস্কৃতি দলকে স্বাগত জানান।

গণসংস্কৃতি দলের সভাপতি এস.আল-মামুনের নেতৃত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সম্পাদক মো. নাজমুল হাসান, কৃষি বিষয়ক সম্পাদক মো. আসলাম মল্লিক, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রাব্বি প্রমুখ। গণসংস্কৃতি দলের সভাপতি এস. আল-মামুন যুক্তফ্রন্ট গঠনে অভিনন্দন জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় ফ্রন্টের চেয়ারম্যান বি. চৌধুরীও এস. আল-মামুনকে মিষ্টিমুখ করিয়ে গণসংস্কৃতি দলকে যুক্তফ্রন্টে অংশগ্রহনে স্বাগত জানান।

উল্লেখ্য, দেশে চলমান জোট মহাজোটের রাজনীতিতে যুক্তফন্ট নামে নতুন একজোটের আত্মপ্রকাশ ঘটেছে সম্প্রতি। সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে আ.স.ম আব্দুর রব’র নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম’র কৃষক-শ্রমিক-জনতা লীগ ও মাহমুদুর রহমান মান্না’র নাগরিক ঐক্যের সমন্বয়ে প্রাথমিক পর্যায়ে এই জোট ঘোষনা করা হয় গত ৪ ডিসেম্বর।