Sun. Sep 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০১৭: সন্ত্রাস নৈরাজ্য ও চরদখ‌লের ন্যায় হলদখল ব‌ন্ধে ছাত্র‌মিশন‌কে শ‌ক্তিশালী করার অাহবান জা‌নি‌য়ে ২০ দলীয় জো‌টের শ‌রিক বাংলাদেশ লেবার পার্টি পা‌র্টির চেয়ারম্যান ডাঃ মোস্তা‌ফিজুর রহমান ইরান ব‌লে‌ছেন ছাত্রলীগ শিক্ষাঙ্গন গু‌লো‌কে সন্ত্রা‌সের জনপ‌দে প‌রিনত ক‌রে‌ছে। দে‌শের অ‌ধিকাংশ ক্যাম্পাস ছাত্রলী‌গের সন্ত্রাস, নৈরাজ্য, ভ‌র্তিবা‌নিজ্য ও টেন্ডারবা‌জির কার‌নে অচলাবস্থা সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

প্রশ্নপত্র ফা‌সেঁর মাধ্য‌মে শিক্ষা ব্যবস্থা ধংস কর‌ছে সরকার। তি‌নি ব‌লেন, দেশ অাজ ভয়াবহ সাং‌বিধা‌নিক সংক‌টের দি‌কে এগি‌য়ে যা‌চ্ছে। ভোটার‌বিহীন অ‌নির্বা‌চিত অ‌বৈধ সংস‌দের বিরুদ্ধে ছাত্রসমাজ‌কে প্র‌তি‌রোধ গ‌ড়ে তুল‌তে হ‌বে। বিগত সকল গনতা‌ন্ত্রিক অা‌ন্দোল‌নে ছাত্রসমাজ প্র‌তি‌রোধ গ‌ড়ে তু‌লে‌ছে, কিন্তু ১৫৪ অ‌নির্বা‌চিত সাংস‌দের পার্লা‌মেন্ট ও জুলুম নিযাত‌নের বিরু‌দ্ধে কাং‌খিত প্র‌তি‌রোধ সংগ্রাম গ‌ড়ে উঠে‌নি।

তাই দে‌শে গনতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রসমাজ‌কে ঐক্যবদ্ধ প্র‌তি‌রোধ সংগ্রাম গ‌ড়ে তুল‌তে হ‌বে। তি‌নি অাজ (শুক্রবার) বেলা ১১ টায় লেবার পা‌র্টির কার্যাল‌য়ে ঢাকা দ‌ক্ষিন ছাত্র‌মিশন অা‌য়ো‌জিত ৩০ ডি‌সেম্বর ১ ম জাতীয় স‌ম্মেলন সফল করার ল‌ক্ষে প্র‌তি‌নি‌ধি সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে একথা ব‌লেন।

নগর অাহবায়ক রা‌সেল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে সভায় প্রধান বক্তা ছি‌লেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক রহমান, বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন ছাত্র‌মিশন স‌ম্মেলন প্রস্তু‌তি ক‌মি‌টির অাহবায়ক সালমান খান বাদশা, সদস্য স‌চিব সৈয়দ মোঃ মি‌লন, বক্তব্য রা‌খেন ছাত্র মিশন ঢাকা দ‌ক্ষিন সদস্য স‌চিব তান‌ভির হাসান, নগরনেতা সাইফুল ইসলাম শা‌কিল, স‌জিব হো‌সেন সা‌নি, রাইসুল ইসলাম শাওন, র‌বিউল অালম, মা‌নিক হো‌সেন, সা‌ব্বির খান প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তী)