Fri. Sep 12th, 2025
Advertisements

খােলা বাজার২৪। রোববার, ১০ ডিসেম্বর, ২০১৭: নারায়ণগঞ্জের টানবাজার এলাকায় সিটি করপোরেশন মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। এতে একটি বেসরকারি ব্যাংকের এক নিরাপত্তা কর্মী দগ্ধ হয়ে নিহত হয়েছেন। আগুন নেভাতে গিয়ে ছাদ থেকে পড়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন।

রোববার ভোর সাড়ে ৫টায় আল জয়নাল প্লাজার বিপরীত পার্শ্বে ইউসিবি ব্যাংক ভবনে এই আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুনে ব্যাংকটির ভল্টের কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে। এছাড়া কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, ব্যাংকের নিরাপত্তা কর্মী সেলিম (৫০) আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন। ব্যাংকের গ্রিল কেটে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনের খবর পেয়ে পাঁচটি ইউনিটসহ ঢাকার কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণে যারা নিচে নামতে পারেনি। তারা সবাই ছাদে উঠে। সেখান আটকে পড়া ২০-২৫ জনকে উদ্ধার করা হয়।