Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

মোবাইলেই জানা যাবে বাস কত দূর, সিট খালি আছে?খােলা বাজার২৪। রোববার, ১০ ডিসেম্বর, ২০১৭: ডিজিটাল যুগে পা রাখল বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি) ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। চালু হলো ‘কত দূর’ নামে একটি মোবাইল ফোন ভিত্তিক অ্যাপ।

এ অ্যাপটির মাধ্যমে নির্দিষ্ট গন্তব্যে যেতে ইচ্ছুক যাত্রীরা দেখতে পারবেন বাসটির স্টপেজে পৌঁছাতে সম্ভাব্য সময় কতক্ষণ লাগবে।বাসে কতজন যাত্রী রয়েছে, সিট খালি রয়েছে কি না।

শনিবার রাজধানীর মতিঝিল বিআরটিসি বাস ডিপোতে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, ডিটিসির নির্বাহী পরিচালক সৈয়দ আহম্মদ এবং বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমদ ভুঁইয়া।

আইটি প্রতিষ্ঠান বিজনেস অটোমেশন লিমিটেড ও আইডিয়েশন টেকনোলজি সল্যুশনস মোবাইল ফোন ভিত্তিক বিশেষ এ অ্যাপ ‘কত দূর’নিয়ে কাজ করেছে।

এই মোবাইল অ্যাপ্লিকেশন ঢাকা মেট্রোপলিটন এলাকার যাত্রীদের জন্য। এই অ্যাপ্লিকেশনের সাহায্যে সাধারণ মানুষ বিভিন্ন বাসের সেই মুহূর্তের অবস্থান এবং গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবেন।

প্রাথমিকভাবে ঢাকার আব্দুল্লাহপুর থেকে মতিঝিলগামী বিআরটিসির এসি বাসে এই সেবা মিলবে।পর্যায়ক্রমে এই অ্যাপের সেবা ঢাকার অন্যান্য রুটের বাসেও সম্প্রসারিত হবে।