খােলা বাজার২৪। বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল ক্যাম্পাসের বর্ধিত অংশের জন্য ১০০ একর জমি চেয়ে মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চিঠিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে, স্থান সংকট ও গুণগত পাঠদানের সুযোগ কমে আসায় নতুন করে জমির প্রয়োজন দেখা দিয়েছে। তবে চিঠিতে বিশ্ববিদ্যালয়ে বেহাল হওয়া জমি পুনরুদ্ধারের কোনো দাবি জানানো হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, ‘প্রচণ্ড স্থান সংকট আছে আমাদের। বিশ্ববিদ্যালয়ের যাত্রা যখন শুরু করে তখন জমি যা ছিল এখন তার অর্ধেকও নেই। ফলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা যেভাবে বেড়েছে সেভাবে কাঠামো বাড়েনি। এর জন্য বাড়তি জমি লাগবে। তাই পূর্বাচলে আমরা রাজউক কাছে ১০০ একর জমি চেয়ে মন্ত্রাণালয়ে চিঠি পাঠিয়েছি।’
আখতারুজ্জামান আরো বলেন, পূর্বাচলে জমি বরাদ্দ পাওয়ার বিষয়ে আশাবাদী উপাচার্য। পরিকল্পনায় প্রাথমিক পর্যায়ে থাকায় এখনই দ্বিতীয় ক্যাম্পাস বলতে নারাজ তিনি।
তিনি বলেন, ‘এই জমিটা কিনতে পারলে আমরা কিছু অনুষদ, কিছু ইনস্টিটিউট ওখানে পরিচালনা করতে পারব। তাহলে চাপটা একটু কমে যাবে।’ জমি বরাদ্দ পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী পরিকল্পনা গ্রহণ করবে বলে জানায় তিনি।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড । দেশের ইতিহাস, ঐতিহ্য, আন্দোলন, সংগ্রাম সবকিছুর সঙ্গে নিবিড়ভাবে জরিয়ে আছে এই বিদ্যাপিঠ। তিন অনুষদ এবং বারোটি বিভাগ নিয়ে পথ চলা শুরু হয় বিশ্ববিদ্যালয়টির। ৯৬ বছরের ইতিহাসে বদলে গেছে অনেক কিছুই। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অনুষদের সংখ্যা ১৩টি, ইনস্টিটিউট হয়েছে ১২টি। বিভাগের সংখ্যা ৮৬টি। শিক্ষার্থীর সংখ্যা ৪০ হাজার প্রায়। শিক্ষক ও প্রায় ২ হাজার। কিন্তু আয়তন কমেছে প্রতিনিয়ত। ফলে গুণগত পাঠদান আর বিপুল শিক্ষার্থীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি। তাই নতুন করে জমি বরাদ্দ চেয়েছে প্রতিষ্ঠানটি। এর জন্য রাজধানীর অদূরে পূর্বাচলই পছন্দ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের।
সূত্র : নিউজ টোয়েন্টি ফোর