Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

মোহাম্মদ আরিফুর রহমান অপু – খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭: আমেরিকায় বাংলাদেশী তরুণের সন্ত্রাসী হামলাকে আমি ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। প্রতিবাদ এভাবে করার কথা আমাদের প্রাণপ্রিয় ধর্ম ইসলামও বলে না। আমরা এসব সমর্থন ও পছন্দ করি না। আমি আমেরিকাতে আছি তিন বছর ধরে। এর আগে আমি লন্ডনে ছিলাম পাঁচ বছর। আমেরিকাতে একজন সাধারণ মানুষেরও চলাফেরা করার জন্য গাড়ি লাগে। স্বাধীনতা আছে রাস্তায় চলা ফেরাসহ ঘরে বাইরে সর্বত্র। রাস্তায় খাওয়াটাও নিরাপদ। নিরাপত্তাকে তারা অগ্রাধিকার দেয়। আর আমাদের দেশে অনেক দাম দিয়ে খেয়েও ফুড পয়জনিং হয়। আমাদের দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যগণ সেখানে যান।

তারা উন্নত দেশগুলো কিভাবে দেশগুলো পরিচালিত হয়, এটা দেখে আসেন কিন্তু সেগুলো বাস্তবায়ন করেন না। যেহেতু বাংলাদেশকে আমরা অবশ্যই ভালোবাসি, আমাদের দেশপ্রেম রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে দেখতে চাই। আমেরিকার শিক্ষা ব্যবস্থা খুবই সুন্দর। আমার দেশের একটা ছেলে যখন আমেরিকায় পড়তে যায়, সে সেখানে আনন্দের সাথে প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত হয়। ওখানে ক্লাব আছে, আমাদের দেশের মত সামাজিকতা অবশ্য নেই। ক্রাইম অনেক কম হয়। অপরাধ করলে ধরা পড়ে যায়। সব জায়গায় সিসি ক্যামেরা আছে। ওখানকার নাগরিকরা তাদের দেশকে ভালোবাসে। আমাদের উচিত দেশকে ভালবাসা। বিজয়ের মাসে আসুন আমরা দেশকে ভালবাসি।
পরিচিতি : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী