‘ফুলের গন্ধে ঘুম আসে না…’
প্রভাষ আমিন – খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭: হাসনাহেনা যেন ছেলেবেলার সাথে আমার সংযোগ সেতু। হাসনাহেনা দেখলেই আমি ছেলেবেলায় ফিরে যাই। হাসনাহেনার তীব্র গন্ধে নাকি সাপ আসে। এই ভয়ঙ্কর তথ্য জেনেও ছেলেবেলায় আমার জানালার পাশে একটি হাসনাহেনার গাছ লাগিয়েছিলাম। সেই গন্ধ সাপকে টানে কিনা জানি না, আমাকে খুব টানত। গরমের দিনে জানালা খুলে দিলে বাতাস আসত, সাথে হাসনাহেনার সুবাস। আহা, কী যে আনন্দ।
‘ফুলের গন্ধে ঘুম আসে না…’ পড়তে পড়তে কখন ঘুমিয়ে যেতাম টেরই পেতাম না।পরশু ধানমন্ডির এক বাসার সামনে দেখি বৃষ্টিভেজার হাসনাহেনার ঝার। দিনের বেলায় গন্ধটা পাইনি, তবে স্মৃতিটা পেয়েছি।
পরিচিতি : হেড অব নিউজ, এটিএন নিউজ/ফেসবুক থেকে