Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭: মিয়ানমারের রাখাইনরাজ্যে গত আগস্ট মাসে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়ার পর এপর্যন্ত ৬ হাজার ৭শ’ জন রোহিঙ্গা হত্যা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসাসেবা দানকারী সংস্থা-ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)।

বাংলাদেশে থাকা রোহিঙ্গা শরণার্থীদের ওপর চালানো জরিপের ভিত্তিতে এতথ্য জানা যায়। এতদিন মিয়ানমার নিহতের সংখ্যা ৪শ’ জন বলে জানিয়েছিলো যা জরিপেপ্রাপ্ত সংখ্যার তুলনায় একেবারেই নগন্য।

এমএসএফ জানায়, নিহতের এই বিপুল সংখ্যা সহিংসতার ব্যাপকতা বোঝার জন্য যথেষ্ট।

দাতব্য প্রতিষ্ঠানটির জরিপে আরও জানা যায়, মিয়ানমারে গত ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে অন্তত ৯ হাজার রোহিঙ্গা মারা গিয়েছে। এদেরমধ্যে ৫ বছরের কম বয়সের শিশুর সংখ্যাই ৭৩০।

তবে সংস্থাটি মৃত্যুর পারিপার্শ্বিক কারণ পর্যালোচনা করে সহিংসতায় সরাসরি নিহতের সংখ্যা ৬ হাজার ৭শ’ বলে ধার্য করে।
উল্লেখ্য, মিয়ানমার সেনাবাহিনী পুরো ঘটনাকে ‘মুসলিম সন্ত্রাসী’দের ওপর হামলা এবং তারা কোনও অপরাধ করেনি বলে জোর গলায় দাবি করে যাচ্ছে। বিবিসি