Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭: মহান মু‌ক্তিযু‌দ্ধে চূড়ান্ত বিজয়ের ঊষালগ্নে নৃশংসভা‌বে হত্যার শিকার হওয়া শহীদ বুদ্ধিজীবী‌দের সমা‌ধি‌তে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়া।

বৃহস্পতিবার সকাল ১০টা ৫৪ মিনিটে রাজধানীর মিরপুরে শহীদ বু‌দ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারপারসন।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।