Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশকে শাস্তির পথে নিতে হলে বুদ্ধিজীবী হত্যার বিচার করতে হবে। রাজাকার-জামায়াত-জঙ্গির সঙ্গী খালেদা জিয়া ভালো না। ফলে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কোনো মিটমাট হতে পারে না।

বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে শহীদ বেদীতে দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদেরকে এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপিকে রাজনীতির মাঠ থেকে বিদায় না করলে বিপদ থেকেই যাবে। নির্বাচনের কথাই বলুন আর রাজনীতির কথাই বলুন খালেদার সঙ্গে কোনো মিটমাট হতে পারে না। তাদের বিদায় জানাতে হবে।

এর আগে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এরপর একে একে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ।